শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

ইমরানের দলের সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন মাওলানা ফজলুর রহমান

রিপোটারের নাম / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিবিদ ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান জানিয়েছেন, তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গে যোগাযোগ করছে না।

বুধবার সাংবাদিককের এ কথা জানিয়েছেন তিনি।

মাওলানা ফজলুর রহমান বলেন, বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার মতো স্থিতিশীল অবস্থায় নেই। ফলাফল নির্ধারিত করার পরই এই সরকার গঠিত হয়েছে, যা আমরা মানি না।

তিনি বলেন, জনগণ মতামত দিলে এমনিতেই সরকারের পতন ঘটবে।

তিনি আরও বলেন, আমাদের মতে এটা পরিষ্কার যে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

এর আগে ইসলামাবাদে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানের নির্বাচনের পর থেকেই জোটে যোগ দেওয়ার জন্য মাওলানা ফজলুর রহমানকে রাজি করাতে নানা কৌশল অবলম্বন করে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই উদ্দেশ্যে পিএমএল-এন ও পিপিপি নেতাদের প্রতিনিধিদল বেশ কয়েকবার তার বাসভবনে গিয়েছিলেন।

পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ দেখা করেও মন গলাতে পারেননি মাওলানার। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নির্বাচনেও ভোট দেয়নি তার দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ