শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
রোববার বেলা সোয়া ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন তিনি।
এর আগে বেলা সোয়া ১টার দিকে আদালত এলাকায় এসে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি আদালতের বিপরীত দিকে অবস্থিত স্টার হোটেলে নাস্তা করেন।
আদালত এলাকায় এসে নাস্তা করলেন ড. ইউনূস
ওই সময় তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, আমরা আদালত এলাকায় এসে পৌঁছেছি। আদালতের সিগনাল পেলেই আদালতে প্রবেশ করব।
এর আগে এদিন সকালে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন।
ড. ইউনূসের জামিন শুনানি: নিরাপত্তা জোরদার, তল্লাশি
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেনের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।