শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের মাদক ও মামলা বাণিজ্য রেজিস্ট্রার মামুন এর বিরুদ্ধে হত্যা, নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ তারেক রহমান কে ষড়যন্ত্রমূলক মামলা থেকে  বেকুসুর খালাস প্রদান করায় উত্তরায় আনন্দ মিছিল দল বেঁধে যুবদল নেতার উপর হামলা,থানায় মামলা, ফেসবুকে অপপ্রচারের শিকার – শাকিল বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স ডিএমডিকে শ্রমিকরা পিটিয়ে রক্তাক্ত করেছে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় অরাজনৈতিক ডিজিটাল প্লাটফর্ম “সংযোগ নোফেল” এর আলোচনা সভা অনুষ্ঠিত শিমুল আহমেদ ও কামরুল জামানের নেতৃত্বে উত্তরায় আনন্দ মিছিল মাদকের ছোবলে যাত্রাবাড়ী ব্যবসায়ী শাহজাহানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার করছে
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

হয় আমার কিডনি ফেরত দাও, না হলে ১২ কোটি টাকা দাও!

রিপোটারের নাম / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিবাহবিচ্ছেদের মামলায় নানা রকম জটিলতা আসে। স্বামী-স্ত্রী দুই পক্ষের নানা দাবি-দাওয়া থাকে একে অপরের কাছে। তবে সম্প্রতি এক বিবাহবিচ্ছেদের মামলা ঘিরে শুরু হয়েছে হইচই। সেই মামলায় সাবেক স্ত্রীর কাছ থেকে নিজের কিডনি ফেরত চাইলেন যুবক।

১৯৯০ সালে বিয়ে হয় রিচার্ড আর ড্যানেলের। তাদের তিন সন্তানও রয়েছে। রিচার্ড বাতিস্তা সাবেক স্ত্রী ড্যানেলের কাছে তার কিডনি ফেরত চেয়েছেন। ড্যানেল তা না দিতে পারলে ১২ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করেছেন রিচার্ড।

রিচার্ড বলেন, ‘আমার স্ত্রীর অসুখের কারণেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তার দু’টি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। কিডনি প্রতিস্থাপন না হলে তার প্রাণ বাঁচত না। ২০০১ সালে আমি তাকে কিডনি দিই, অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তাকে আমি ভীষণ ভালোবাসতাম। তার প্রাণ বাঁচাতে আমি এই সিদ্ধান্তটি নিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার এই উদ্যোগের পর আমাদের সম্পর্কের তিক্ততাও দূর হবে। তবে তেমনটা কিছুই হয়নি। ২০০৫ সালে আমার স্ত্রী আমার কাছে বিবাহবিচ্ছেদের দাবি করে।

রিচার্ড আদালতে বলেন ড্যানেলের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। তিনি ড্যানেলের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন আর তা না দিতে পারলে কিডনি ফেরত দেওয়ার কথা বলেন।

রিচার্ডের আইনজীবী বলেন, রিচার্ড কেবল তার কিডনির দাম চাইছেন। যদিও আদালত বলেছে, রিচার্ডের কিডনি চাওয়ার দাবি অযৌক্তিক। ওই কিডনি এখন ড্যানেলের। কিডনি নিয়ে নিলে তার প্রাণ চলে যেতে পারে। তাই মামলাটি খারিজ করেছে আদালত। রিচার্ড শেষমেশ মামলাটি হেরে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ