আধুনিক সময়ে প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এ থেকে বাদ নেই শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও।
সংগীতশিল্পী রবি চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান সংগীতশিল্পী।
রবি চৌধুরীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন- ‘ডাক্তার রিপোর্ট দেখে ভর্তি হতে বললেন। ভালো থাকবেন সবাই।’
কোন হাসপাতালে ভর্তি রয়েছেন, সেটি জানাননি সংগীতশিল্পী। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীরা।
নব্বইয়ের দশকের এই গায়ক দীর্ঘ ক্যারিয়ারে ৬০টিরও বেশি অডিও অ্যালবাম প্রকাশ করেছেন। তার প্রথম অডিও অ্যালবাম প্রকাশ হয় ‘সেলেক্স’ নামক কোম্পানি থেকে। পাশাপাশি প্রায় ৮০টি সিনেমায় প্লেব্যাক করেছেন।