সৌদি আরবে সমুদ্রসৈকতে প্রেমিকা জর্জিনা রুদ্রিগেজ এবং ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাচ্ছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শার্টলেস হয়ে সুঠাম শরীরে ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, ‘পরিবার নিয়ে সৌদি আরবে শক্তি সঞ্চয় করছি’।
ম্যাচের ব্যস্ত শিডিউলের ফাঁকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত ফেব্রুয়ারিতে ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন তিনি। তার বয়সি অনেকেই ফুটবল ছেড়ে অবসর জীবন কাটাচ্ছেন। তবে বয়স কখনই বাধা হয়ে দাঁড়ায়নি রোনাল্ডোর কাছে।
সৌদি প্রো লিগেও চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডো। প্রো লিগে ২৩ গোল করার পাশাপাশি সব মিলিয়ে করেছেন ৩০ গোল। তবে এমন দুর্দান্ত ছন্দে থাকার মাঝেই পরিবারকে কখনও সময় দিতে ভোলেন না তিনি।
২০১৬ সালে জর্জিনার সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল রোনাল্ডোর। তার পর থেকে আট বছর ধরে জর্জিনার সঙ্গে রোনাল্ডোর প্রেম। তবে বিয়ে করেননি তারা এখনো। রোনাল্ডো পাঁচ সন্তানের বাবা।
সুইডেনের বিপক্ষে ৩২ জনের স্কোয়াডে ছিলেন রোনাল্ডো। পরে এই স্কোয়াড ছোট করে আনেন কোচ রবার্তো মার্টিনেজ। ৮ ফুটবলারকে সেই স্কোয়াড থেকে বাদ দেন তিনি। যেখানে রয়েছে রোনাল্ডোর নামও।
একাধিক রিপোর্ট অনুসারে, বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই মূলত প্রীতি ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে রোনাল্ডোকে।