সিলেটে ২৪৫ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার নগরীর মিরের ময়দানে অভিযান চালিয়ে পেঁয়াজের এ চালান জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত ২ চোরাকারবারিকেও আটক করা হয়েছে।
আটক দুই চোরাকারবারি হলেন- টাঙ্গাইলের বাসাইল থানার বালিয়া উত্তরপাড়ার আব্দুল গফুর মিয়ার ছেলে সানোয়ার মিয়া ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মামুন আহমেদ। জব্দ পেঁয়াজের বাজারমূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা। এছাড়া পেঁয়াজ পরিবহণে ব্যবহৃত ১টি ট্রাকও আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।