সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে ৬০ লাখ টাকা আÍসাতের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার উল্লাপাড়া থানার আমলি আদালতে মামলাটি করেন উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান।
তানভীর প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে। মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বিচারক কেএম শাহরিয়ার শহীদ বাপ্পী।
মামলার বাদী জিয়াউর জানান, তানভীর সংসদ-সদস্য থাকাকালীন সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়াসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে মর্মে টাকা নেয়। তিনি এরপর কোনো কাজ দেননি। পরে টাকা ফেরত দেওয়ার জন্য একাধিকবার তাগাদা দিয়েও কাজ হয়নি। প্রধানমন্ত্রী বরাবর তার কার্যালয়ে একাধিকবার অভিযোগও দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মামলা করা হয়।
জানতে চাইলে তানভীর বলেন, মামলার বিষয়টি জানি না।