আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। রোজার প্রথম দিন মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে শতাধিক এতিম ও কয়েকজন আলেম-ওলামা অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে ওলামা-মাশায়েখ, এতিম শিক্ষার্থীসহ নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
এ সময় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা কারণে দেশের মানুষ ভালো নেই। একটা কথা মনে রাখতে হবে-নমরুদ, ফেরাউনও টিকে থাকতে পারে নাই। এদের (আওয়ামী লীগের) ক্ষমতা দীর্ঘস্থায়ী হতে পারে, তবে চিরস্থায়ী নয়। পৃথিবীর কোনো স্বৈরশাসন টিকে থাকতে পারে নাই, পারবেও না।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শাসনামলেই প্রথম এতিমদের সঙ্গে ইফতার মাহফিল শুরু হয়। তিনি কমলাপুর মাদ্রাসায় গিয়ে ইফতার করেছিলেন। কিন্তু আজকে পরিস্থিতি বিবেচনায় আমরা একটি জায়গায় এতিমদের আমন্ত্রণ জানিয়ে ইফতার আয়োজন করছি। খালেদা জিয়া কারাবন্দি। আল্লাহ তাকে সুস্থ রাখুন।
বিএনপির প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, দেশের ক্ষমতা চিরদিনের জন্য যারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) ধরে রাখতে চায়, তাদের উদ্দেশে বলতে চাই- আমরা যতদিন আছি ততদিন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বেঁচে থাকবে। সুখে থাকবে। এ দেশ তৈরি করেছেন জিয়াউর রহমান। এ দেশে কর্তৃত্ব করেছেন খালেদা জিয়া। এখন দল পরিচালনা করছেন তারেক রহমান। আমরা যতদিন টিকে থাকব, ততদিন গণতন্ত্র টিকে থাকবে। এর কোনো পরিবর্তন হবে না।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নেতা আবদুল বারী ড্যানি, অমলেন্দু দাস অপু, ইকবাল হোসেন শ্যামল, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ। ইফতার মাহফিলে তেজগাঁও ইসলামি মিশন এতিম খানা ও শান্তিনগর মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।