রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিনোদন সাংবাদিকতায় দুই যুগে বিশেষ অবদানের জন্য ‘ট্র্যাব স্মার্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা পেয়েছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি।
অভি মঈনুদ্দীন বলেন, আয়োজকদের প্রতি বিশেষত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশের (ট্রাব) সভাপতি সালাম মাহমুদ ভাই, সাংবাদিক বাদল ভাই, সাংবাদিক জসীম ভাইসহ যারা আমাকে নির্বাচনে পূর্ণ সমর্থন দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আমার আগামী দিনের চলার পথকে এ অ্যাওয়ার্ড বেশ অনুপ্রেরণা জোগাবে। আমি আরও মনোযোগী হয়ে সাংবাদিকতায় নিজেকে সম্পৃক্ত করব।
বিনোদন সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব প্রমাণের স্বীকৃতি স্বরূপ অভি ২৮ বার বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননা লাভ করেন।