৯ মার্চ মসিক নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় এখন ব্যস্ত সময় অতিক্রম করছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থীরা। বাহারি গানের সুরে প্রার্থীর পক্ষে চলছে উচ্চস্বরে মাইকিং আর মিছিলে-মিছিলে যেন এক উৎসবমুখর নগরী।
নগরীর অলিগলি, সড়ক ও মহাসড়ক যেন ছেয়ে আছে পোস্টারে। প্রার্থীরা তাদের কর্মীদের সঙ্গে নিয়ে দফায় দফায় ঘুরে ফিরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তুলে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতির লিফলেট। এদিকে ভোটারদের মাঝেও চলছে নানা জল্পনা কল্পনা, হিসেব-নিকেশ। চায়ের আড্ডায় ঝড় বইছে কে ভালো, কে মন্দ আর তাদের ফিরিস্তি নিয়ে মুখরোচক আলোচনা।
মেয়র পদে পাঁচজন প্রার্থী থাকলেও নগরবাসীর মুখে মুখে এখন শুধু তিন প্রার্থীর নাম। বিকালে লিফলেট হাতে নিয়ে নগরীর নাসিরাবাদ কলেজ রোড এলাকার সেনবাড়ি, চুকাইতলাসহ আশপাশের গলিতে হাত মিলিয়ে, কুশল বিনিময় করে এবং ২৩ দফা ইশতেহারের লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন জনপ্রিয়তার শীর্ষে থাকা টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী সাবেক মেয়র ইকরামুল হক টিটু। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আবারো ভোট দিয়ে নির্বাচিত করার দাবি জানান তিনি।
অপরদিকে হাতি প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের ত্যাগী নেতা অনেকটা ক্লিন ইমেজের প্রার্থী সাদেকুল হক খান টজু বিকালে নগরীর সিকদার বাড়ি, আরকে মিশন রোড এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ফিরেন। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনকে একটি আধুনিক ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা, নগরীর বাসিন্দাদের হোল্ডিং ট্যাক্স সামঞ্জস্যপূর্ণ রাখাসহ ১৫ দফা উন্নয়নের ইশতেহার সংবলিত লিফলেট তুলে দেন।
এছাড়া দুপুরে ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম নগরীর উন্নয়নে ২০ দফা ইশতেহার সংবলিত লিফলেট ভোটারদের হাতে তুলে দেন কাঁচিঝুলিসহ বিভিন্ন ওয়ার্ডে। মাদক ও দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন ভোটারদের দ্বারে-দ্বারে।
এদিকে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মীদের সঙ্গে নিয়ে দফায় দফায় ঘুরে ফিরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তুলে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতির লিফলেট। ভোটারদের মাঝেও চলছে নানা জল্পনা কল্পনা, হিসেব-নিকেশ। চায়ের আড্ডায় ঝড় বইছে কে ভালো, কে মন্দ আর তাদের ফিরিস্তি নিয়ে মুখরোচক আলোচনা।
সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৯ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।