ইসরাইল থেকে আর কোনো ধরনের অস্ত্র কেনা হবে না বলে ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো এ ঘোষণা দিয়েছেন।
শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে কলম্বিয়ার একজন উচ্চপদস্থ কূটনীতিক বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনার জন্য ‘আর গ্রহণযোগ্য নয়’।
এই সিদ্ধান্ত নেওয়া ‘খুব কঠিন’ ছিল বলেও এন্টালিয়া কূটনীতি ফোরামের পক্ষ থেকে দেওয়া এই সাক্ষাৎকারে কলম্বিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ফ্রান্সিসকো জে কয় বলেছেন।
অস্ত্র কেনা বন্ধের কারণ হিসেবে জে কয় জানান, প্রেসিডেন্ট গুস্তাভো গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নেওয়ার জন্য অপেক্ষারতদের ওপর ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর ইসরাইলি অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছেন। বলেন, ‘মধ্যপ্রাচ্য ও গাজার রাজনৈতিক পরিস্থিতি আমাদের জন্য আর গ্রহণযোগ্য নয়। ‘
‘কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে সহায়তা করতে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ‘ বলেও উল্লেখ করেছেন তিনি।
এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় কমপক্ষে ১১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬০ জন। ইসরাইলের এদিনের হামলাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন কয়।
কলম্বিয়া এখন কোন দেশ থেকে অস্ত্র কিনবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তুর্কিসহ অন্যান্য বিকল্প রয়েছে। আমি নিশ্চিত আমাদের প্রতিরক্ষামন্ত্রীর কাছে এর বিকল্প থাকবে। আমি জানি, অনেক দেশ অস্ত্র এবং নিরাপত্তা প্রযুক্তি প্রদান করে।