উপকূলীয় জনপদ খুলনার কয়রায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে যুগান্তর ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। যুগান্তর উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের কথা তুলে ধরে। এছাড়া এ অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব চিত্র তুলে ধরে মানুষের সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে যুগান্তর। এজন্য উপস্থিত অতিথিরা যুগান্তর পরিবারকে ধন্যবাদ জানান।
কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগান্তরের কয়রা প্রতিনিধি মো. রিয়াছাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কয়রা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু ও কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল।
এতে আরও বক্তব্য রাখেন- কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, শেখ মনিরুজ্জামান মনু, শেখ সিরাজুদ্দৌলা লিংকন, জিএম নজরুল ইসলাম, মো. সাইদুল ইসলাম, ওবায়দুল কবির সম্রাট, মো. ফরহাদ হোসেন, শিক্ষক জিয়াউর রহমান ঝন্টু, আবুল বাশার, দিপক কুমার মিস্ত্রি প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।