যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে সিংড়ায় স্বজন সমাবেশের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে
মঙ্গলবার বাদ আসর উপজেলা প্রেস ক্লাব চত্বরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বজন সমাবেশের আহ্বায়ক হাসিবুল হাসান শিমুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, স্বজন সমাবেশের সদস্য সচিব আবু বকর সিদ্দিক, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহকারী শিক্ষক রেজাউল করিম, স্বজন সমাবেশের সদস্য ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, বেলাল হোসেন, হাবিব প্রামাণিক, জুয়েল রানা, মায়া আকতার, সাইফুন নেছা সাফা প্রমুখ।