বিশ্বে এবার গুজব মোকাবিলা জোট গঠন করছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক দেশগুলোর নাগরিকদের বিদেশি সরকারগুলোর গুজবের হাত থেকে রক্ষা করতে জোট গঠন করতেই এই উদ্যোগ নিয়েছে ‘বিশ্ব শাসনের মোড়ল’। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডা ইতোমধ্যেই জোট-চুক্তিতে স্বাক্ষর করেছে।
সোমবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে- বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোও যথারীতি এই গুজব মোকাবিলা জোটে শামিল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ওয়াশিংটন। এই জোট মূলত বিশ্বের অন্য দেশগুলোর সরকারের তরফ থেকে উৎপাদিত গুজব বা ভুয়া তথ্যের প্রতি নজর দেয়। এ ছাড়া এ বিষয়ে একটি বৈশ্বিক কৌশল তৈরি করারও চেষ্টা চালাবে জোটটি। এএফপি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের (গ্লোবাল এনগেজমেন্টের নন-স্টেট প্রোপাগান্ডা অ্যান্ড ডিসইনফরমেশন এফোর্টস) এ বিষয়ক বিশেষ দূত জেমস রুবিন রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘আমরা আশা করছি, এই জোট তথ্য ম্যানিপুলেশনের বর্তমান সংজ্ঞা ও পুরোনো মতামতের বিষয়ে একমত হবে। এমনকি আমাদের মধ্যে কিছু বিষয়ে মতভেদ থাকলেও।’
চুক্তির নথিতে বলা হয়েছে, ‘বিদেশি তথ্য ম্যানিপুলেশন হুমকি মোকাবিলায় একটি সম্মিলিত পদ্ধতি তৈরির সময় এসেছে, যা সমমনা দেশগুলোর স্থিতিশীলতা ও তথ্য ম্যানিপুলেশনের প্রতিক্রিয়া শক্তিশালী করার জন্য একটি প্রতিশ্রুতিবদ্ধ জোট তৈরি করবে। এ ছাড়া এটি গোপন বিদেশি গুজব বা ভুয়া তথ্য শনাক্ত করতে সদস্য দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও যৌথ ডেটা বিশ্লেষণকেও এগিয়ে নেবে।’