দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের ‘গ্রুপ পরিচালক’ হিসেবে যোগদান করেছেন ইয়াসিন ইসলাম নাজেল। বৃহস্পতিবার যমুনা গ্রুপের প্রধান কার্যালয় যমুনা ফিউচার পার্কে তার যোগদান উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নাতি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, এই দিনটি আমার ও আমাদের পরিবারের জন্য খুবই আনন্দের। এই দিনে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বেঁচে থাকলে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন।
তিনি বলেন, আমার নাতি নাজেল উচ্চশিক্ষিত ও স্মার্ট। আধুনিক সময়ের চাহিদা বোঝে। তার নেতৃত্বে যমুনা গ্রুপ লাভবান হবে। সফলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, যমুনা গ্রুপের নতুন ‘গ্রুপ পরিচালক’ ইয়াসিন ইসলাম নাজেলের সফলতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। সৃষ্টিকর্তা তাকে সুস্থ রাখুন, কল্যাণকর দীর্ঘায়ু দান করুন এবং সফলতার সঙ্গে যমুনা গ্রুপ পরিচালনার তৌফিক দান করুন। সবার কাছে তিনি নাজেলের জন্য দোয়া কামনা করেন।
যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ গড়ে তোলেন। সেখানে লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে। তার রেখে যাওয়া দায়িত্ব আমরা (তার সন্তানরা) পালন করে চলেছি; আমাদের সন্তানরাও এ ব্যবসার হাল ধরবে।
তিনি বলেন, নুরুল ইসলামের রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার কাজে আজ যোগদান করেছে আমার ছেলে ইয়াসিন ইসলাম নাজেল, যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টার তৃতীয় প্রজন্ম। এটা যমুনা পরিবারের জন্য খুবই খুশির ব্যাপার। আমরা নাজেলের সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যবসায়িক নেতৃত্বের সফলতা কামনা করছি। এমন দিনে সবার কাছে নাজেলের জন্য দোয়া ও সহযোগিতা চাই; সে যেন দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ‘গ্রুপ পরিচলক’ মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, এসএম আব্দুল ওয়াদুদ ও মেহনাজ ইসলাম। এছাড়াও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ছোট ছেলে আরশান ইসলাম আরিব ও তার শাশুড়ি ইয়াসমিন চৌধুরী, যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং যমুনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।