রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে মাসব্যাপী মেলা বসানো হয়েছে। প্রায় ১ কিলোমিটার এলাকার স্থানীয় শিশু-কিশোর ও খেলোয়াড়দের খেলাধুলার অন্যতম মাঠটি এখন মেলার দখলে রয়েছে। খেলার মাঠ দখল করে মেলা বসানোর কারণে শিশু-কিশোর থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড পানির ট্যাঙ্কি মাঠে গিয়ে দেখা যায়, মাঠে ছোট-বড় মিলিয়ে প্রায় কয়েক শতাধিক গর্ত করে বাঁশ ও লোহার খুটি বসানো হয়েছে। মাঠে গর্ত করে দোকানপাটসহ বিভিন্ন খেলনা ও নাগরদোলা বসানো হয়েছে। এতে শিশু-কিশোরদের খেলার পুরো মাঠটি দখলের পাশাপাশি গর্ত তৈরি হয়েছে।