রাজধানীর মিরপুরে মেট্রোরেলের ওপর দিয়ে টানা ডিশ ও ইন্টারনেট কেবলের সংযোগ (তার) বিচ্ছিন্ন করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার সকালে মিরপুর ১২ নম্বর থেকে মিরপুর ১১ নম্বর পর্যন্ত ১০টি স্থানে অভিযান চালিয়ে তারগুলো বিচ্ছিন্ন করা হয়। অভিযান পরিচালনা করেন এমআরটি প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমামউদ্দিন কবির।
এমআরটি পুলিশের উপপরিদর্শক হারুন বলেন, মেট্রোরেলের উপর দিয়ে টানা তারের কারণে ভবিষ্যতে মেট্রোরেল চলাচল বিঘ্নিত হতে পারে। তাই তারগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। আর যারা মেট্রোর উপর দিয়ে তার টেনেছে তাদেরকে ডেকে সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।