মাগুরার মহম্মদপুরে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া ১৭ দোকান ভাঙচুর লুটপাট করা হয়েছে।
রোববার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে এক পক্ষ একই গ্রামের কাঞ্চন মোল্যার কাছে ভোট চাইতে যান। এ সময় অপর পক্ষের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা বিরাজ করে।
পরে রোববার সকালে উভয়পক্ষ বালিদিয়া বাজারে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বালিদিয়া বাজারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের অন্তত ৪ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় গুরুতর আহত মো. মিলন মিয়া, গোলাম মোস্তফা, মফিজ মৃধা, লাভলু বিশ্বাস, আব্দুল হালিম মিনা, মিজান মোল্যা, মামুন মোল্যা, আব্দুল্লাহকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।