কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ইলা রায় ভাওয়াল (৮২) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী থেকে বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ পৌর শহরের সতাল এলাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার সকালে তার কফিন জাতীয় পতাকায় আবৃত করে শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর পুলিশ বাহিনীর একটি চৌকশ দলের সশস্ত্র সালামের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে পার্শ্ববর্তী নরসুন্দা নদী তীরবর্তী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ইলা রায় ভাওয়ালের প্রয়াত স্বামী নেত্রকোনার সুকুমার ভাওয়াল টংক আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন। নিঃসন্তান ইলা রায় মৃত্যুকালে একমাত্র বোন মলিনা রাণী রায়কে রেখে গেছেন।
তার মৃত্যুতে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলন গভীর শোক প্রকাশ করেছেন।