কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ ভারেল্লা ইউনিয়নের মিলগেট এবদারপুর রোড দয়ারামপুর, কুসুমপুর অংশে ভিটি বালুর পরিবর্তে ছাই দিয়ে চলছে রাস্তা ভরাটের কাজ।
সোমবার দুপুরে সরেজমিন দেখা গেছে, রাস্তাটি বিটুমিন দিয়ে পাকা করার জন্য ১ ফুট গর্ত করে ভিটিবালু এবং ইটের সুরকি দিয়ে ভরাট করার কথা। এজন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে রাস্তার জন্য ৩৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। রাস্তার ঠিকাদার সিরাজ মিয়া এক ফুট গর্তে ভিটি বালু না দিয়ে ছাই দিয়ে এবং রাস্তার পুরাতন নিম্নমানের খোয়া দিয়ে রাতের আঁধারে কাজ করেছেন।
এ বিষয়ে এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, গভীর রাতে বালুর পরিবর্তে ছাই এবং খুবই নিম্নমানের সুরকি ব্যবহার করেছে ঠিকাদার।
কাজের তদারককারী লেবার সরদার বশির ও লেবার আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে ঠিকাদার সিরাজ মিয়া ফোনে জানান, তিনি ছাই তুলে বালু দিয়ে পুনরায় রাস্তা সংস্কার করবেন।
বুড়িচং থানার প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর যুগান্তরকে বলেন, ঠিকাদারকে বালুর পরিবর্তে ছাই ব্যবহার করার জন্য সরকারিভাবে নোটিশ প্রদান করা হয়েছে- ঠিকাদার ছাই অপসারণ করে ফেলবে। কাজটিতে পুরাতন ইটের স্যালভেজ মূল্য বাবদ ৬ লাখ টাকা ঠিকাদারের ওপর ধরা হয়েছে তাই ঠিকাদার পুরনো ইটের ব্যবহার করছেন।