শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই রেজাউলের মাদক ও মামলা বাণিজ্য রেজিস্ট্রার মামুন এর বিরুদ্ধে হত্যা, নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ তারেক রহমান কে ষড়যন্ত্রমূলক মামলা থেকে  বেকুসুর খালাস প্রদান করায় উত্তরায় আনন্দ মিছিল দল বেঁধে যুবদল নেতার উপর হামলা,থানায় মামলা, ফেসবুকে অপপ্রচারের শিকার – শাকিল বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স ডিএমডিকে শ্রমিকরা পিটিয়ে রক্তাক্ত করেছে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় অরাজনৈতিক ডিজিটাল প্লাটফর্ম “সংযোগ নোফেল” এর আলোচনা সভা অনুষ্ঠিত শিমুল আহমেদ ও কামরুল জামানের নেতৃত্বে উত্তরায় আনন্দ মিছিল মাদকের ছোবলে যাত্রাবাড়ী ব্যবসায়ী শাহজাহানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল অপপ্রচার করছে
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশ বিশ্বকাপে সেমি বা ফাইনালে খেলার মত করে টিম তৈরী করে নাই

রিপোটারের নাম / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

সৈয়দ এনামুল হক নিপু : ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নাই, প্রকৃতপক্ষে বাংলাদেশ সেমি বা ফাইনালে খেলার মত কোন টিম তৈরী করে নাই, কোনমতে সুপার -৮ খেলতে পারলেই আর কিছু লাগবেনা, সুপার -৮ এ সুযোগ পাওয়ার দিন হাতুড়েসিং বলেছে তার দায়িত্ব শেষ, এর মানে বুঝতে বাকি থাকেনা, এই সমস্ত দায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড -এর, এমনও হতে পারে তারা আইসিসি থেকে পার্সোনাল কোন বেনিফিট নিয়েছে, সেটা যদি না হয় তাহলে টিম গঠনের সময় তামিম-ইমরুলদের বাদ দিতো৷ না, সত্যি যদি তাদের ইচ্ছা থাকতো সেমি কিংবা ফাইনাল খেলবে দেশ তবে তারা ওপেনিং এ তামিম ইকবাল – ইমরুল কায়েস, ওয়ানডাউনে এনামুল হক বিজয় তারপর তৌহিদ হৃদয়, ৫ এ সাকিব, ৬ মাহমুদউল্লাহ, ৭ এ মেহেদী মিরাজ কে খেলাতো, আমার সাথে একমত হবেন সবাই এই টিমটা অবশ্যই ফাইনাল খেলতো, কিন্তু তারা করলো কি?? সান্তকে অধিনায়ক করে তার ব্যাটিং নষ্ট করে দিছে,, বর্তমান দলটির টার্গেট ছিলো সুপার -৮ খেলা এটার বড় প্রমান ভারতের সাথে ম্যাচ শুরু করে ভারতের মত ক্রিকেট পরাশক্তিকে ব্যাটিং এর আমন্ত্রণ, তার পর বোলিং এ ২ স্পিনার দিয়ে শুরু , উপমহাদেশে স্পিন ভালো খেলে এটা জানার পর পাশাপাশি তানজিম সাকিব আলোচিত বোলার হবার পরেও ২ স্পিন দিয়ে শুরু করে খেলা???? এর পর মাত্র ২ পেশার নিয়ে নামলো??? সবাই বলবেন তিন খেলায় জিতেছে, আসলে শ্রীলঙ্কার সাথে হারতে হারতে জিতেছে, নেপাল আইসিসির সহযোগী রাষ্ট্র, নেদারল্যান্ডস এখনো ঐ পর্যায়ের দল নয়,
এখন উচিত হবে ক্রিকেট বোর্ড কে ঢেলে সাজানো, মাশরাফির মত একজন সৎ ও যোগ্য লোক কে সভাপতি করে বোর্ড কে নতুন করে সাজানো, চন্দ্রিকা হাথুরাসিংহ কে বিদায় করে দেশি কোচ সালাউদ্দিন কে ১ নং কোচ করা এবং ক্রিকেট টিম তামিম,ইমরুল, এনামুল হক বিজয়, মেহেদী মিরাজ কে দলে অন্তর্ভুক্ত, , তবেই ইনশাআল্লাহ আগামী বিশ্বকাপ আমরা ফাইট দিতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ