বরিশালে স্বল্প আয়ের মানুষের জন্য এক টাকা মূল্যের বিভিন্ন ইফতার সামগ্রী বিক্রিতে দুই বন্ধুর অনন্য উদ্যোগে উপকৃত হচ্ছেন রোজাদাররা।নগরীর ফকিরবাড়ি রোডে রবিউল ইসলাম মিঠু ও নুরুল ইসলাম সম্রাটের খাবার হোটেলে এসব পণ্য বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কম টাকায় ইফতার সামগ্রী বিক্রি করে কদিনেই ব্যবসায়ী হিসাবে বেশ সুনাম কুড়িয়েছেন তারা।
যেখানে নগরীর অন্যান্য দোকানে ইফতার পণ্য প্রতি পিস ৫-১০ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে দুই বন্ধুর দোকানে আলুর চপ, পিঁয়াজু, বেগুনি, সবজির চপসহ বিভিন্ন আইটেম প্রতি পিস এক টাকায় বিক্রি হচ্ছে। নগরীর খেটে খাওয়া রোজাদারদের জন্য এ উদ্যোগ বলে জানিয়েছে তারা।
শ্রমজীবী লোকমান জানান, নগরীর অন্যান্য দোকানে যখন অধিক দামে ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে তখন তাদের এমন উদ্যোগ আমাদের উপকৃত করেছে। কম টাকায় ইফতার করতে পেরে টাকা সাশ্রয় হয়েছে।
দোকানদার রবিউল ইসলাম মিঠু জানান, রমজান এলেই অসাধু ব্যবসায়ীরা সব পণ্যের দাম বাড়িয়ে দেন। ফলে এ সময়ে গরিব-মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতা কমে যায়। তাই তাদের কথা চিন্তা করা এ উদ্যোগ নিয়েছি। এ ক্ষেত্রে আমার বন্ধুসহ বড় ভাইয়েরা বিভিন্ন ধরনের সহায়তা করেছেন।
অপর ব্যবসায়ী নুরুল ইসলাম সম্রাট বলেন, আমরা তো বাকি ১১ মাস ব্যবসা করি। রমজানের মাসে কম মুনাফা করে জনসাধারণের পাশে থাকতে পেরেছি। এমন উদ্যোগের কারণে আমরা আত্মতৃপ্তি লাভ করেছি