জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেল।
সংগঠনের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার ধানমন্ডি-৩২ নম্বরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে সমাবেশ ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী।
স্মার্ট প্যানেলের মহাসচিব প্রার্থী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সিনিয়র ভাইস চেয়ারম্যান কেএম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধার সন্তান তানিয়া হক শোভা, বাহার উদ্দিন রেজা বীর প্রতিক, নৌকমান্ডার সৈয়দ আহমেদ মজুমদার, তাজুল ইসলাম, আবুল কাসেম, নূর ইসলাম, জজ আমানুল্লাহ, মো. শাহজাহান, কমান্ডার মোশারফর হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থার কথা জানিয়ে বলেন, নির্বাচনে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ চলছে।