বৃহস্পতিবার পার্বতীপুরে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে এ উপলক্ষে কেক কাটেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি
তিনি বলেন, যুগান্তর পত্রিকা ২৫ বছরে পদার্পণ করেছে সেজন্য অভিনন্দন। পত্রিকাটি ধারাবাহিকতা ও পাঠকের গ্রহণযোগ্যতা ধরে রেখেছে এজন্য অভিনন্দন। আমরা আশাকরি দৈনিক যুগান্তর শেষ পর্যন্ত তার মূলধারাতে থাকবে।
এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও রুকশানা বারী রুকু, মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পার্বতীপুর প্রতিনিধি মুসলিমুর রহমান। আলোচনা সভা শেষে স্বজনদের মিষ্টিমুখ করানো হয়।