যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে রাজ্যটির উত্তর-পূর্বাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে।
কেবল নিউইয়র্কই নয়, নিউ জার্সি, ফিলাডেলফিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে বেশিকিছু ফ্লাইটে বিলম্ব হয়েছে।
সিএনএন জানায়, নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও নেওয়ার্ক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাণহানিকর কোনো পরিস্থিতি দেখা দেয়নি কিংবা রাজ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
নিউইয়র্কের কর্মকর্তারা সেখানে ভূমিকম্পে কেবল একটি গ্যাসের লাইন ফুটো হয়ে যেতে দেখার কথা জানিয়েছেন। অবকাঠামোর কোনো গুরুতর ক্ষতি এখন পর্যন্ত হয়নি।
নিউইয়র্কে সাধারণত ভূমিকম্প অনুভূতই হয় না। তেমনকোনও ক্ষয়ক্ষতি না হওয়ায় নিউইয়র্কের মেয়র নগরীর বাসিন্দাদের স্বাভাবিক কাজকর্মে ফিরতে বলেছেন।