নারীরা যখন উদ্যোক্তা হন, তখন একটি পুরো পরিবার সচ্ছল হয়ে যায় বলে মন্তব্য করেছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূরুন নাহার হেনা।
তিনি বলেছেন, নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। সরকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। নারীরা যখন উদ্যোক্তা হন, তখন একটি পুরো পরিবার সচ্ছল হয়ে যায়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী মালিবাগের স্কাই সিটি হোটেলে নারী উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারী উদ্যোক্তাদের সংগঠন ‘নারী উদ্যোক্তা সোসাইটি মতলব (উ:), চাঁদপুর’ সম্মেলনে উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা সোসাইটি মতলব (উ:), চাঁদপুরের সভাপতি শামীমা কবীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক তাসলিমা পারভিন কল্পনা ও সহ সভাপতি রাবেয়া সুলতানা জুলেখা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারীদের হাতে সম্মাননা তুলে দেন।