চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতে দারুণ ফিফটি করলেও বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। পর পর দুই উইকেট হারায় বাংলাদেশ।
নাজমুল হোসেন শান্ত লাহিরু কুমারার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে কট বিহাইন্ড হলেন। বাংলাদেশ অধিনায়কের বিদায়ে খেলায় ফিরল শ্রীলংকা।
পরপর দুই ওভারে দুই উইকেট পেলেন কুমারা। ৫ বলে ১ রান করে ফিরেছেন শান্ত। চার নম্বরে নেমেছেন তাওহিদ হৃদয়।
এর আগে কুমারার ফুললেংথের বল ড্রাইভ করেছিলেন এনামুল। তবে যেভাবে চেয়েছিলেন, সেভাবে হয়নি। কাভারে ধরা পড়েছেন। শুরুতে খোলসবন্দী থাকার পর আগের ওভারে তিকশানাকে চার মেরে বেরিয়ে আসার ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকলেন না। ৫০ রানেই থেমেছে বাংলাদেশের ওপেনিং জুটি।