ফেনীর সোনাগাজীতে তারাবির নামাজে সেজদাহরত অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়াস উদ্দিন হাজারী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নতুন জামে মসজিদে সিজাদাহরত অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়েছে। তিনি সফরপুর গ্রামের নতুন হাজারী বাড়ির বাসিন্দা। তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
তার নিকটাত্মীয় মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নামাজে সেজদাহরত অবস্থায় সব মুসলমান তাদের নিজেদের মৃত্যু কামনা করেন। মহান আল্লাহর দরবারে সেজদাহরত অবস্থায় গিয়াস উদ্দিন হাজারী মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন।