নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সাজ্জাদ হোসেন।
তিনি শুক্রবার দক্ষিণখানের ফায়দাবাদের লাল মসজিদে ওই এলাকার রোজাদারদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘোষণা দেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী খন্দকার সাজ্জাদ হোসেন বলেন, মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে। আমি আমার জনসেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই।
বিপদে আপদে আমি ৪৭ নম্বর ওয়ার্ডের জনগণের পাশে অতীতে ছিলাম, এখন আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমি মানুষের সেবা করতে চাই। জনগণের কল্যাণে কাজ করতে চাই। জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই আপনাদের হৃদয়ে বেঁচে থাকতে চাই।
ইফতার মাহফিলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।