ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তবে ডাকাত সরদার সাহেব আলী এখনো অধরা রয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল হাছান।
গ্রেফতারকৃতরা হলেন— সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকার মৃত গিয়াস উদ্দিন গেসুর ছেলে রবিউল ইসলাম (৩২) যিনি ডাকাত সরদার সাহেব আলীর ছোট ভাই, বাগেরহাট কচুয়া থানার মধ্যপাড়া এলাকার মৃত বাচ্চু শেখের ছেলে মো. হাফিজ শেখ (২৩), সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা এলাকার মো. দেলোয়ারের ছেলে মো. মুছা (২২), একই এলাকার মৃত জব্বার মুন্সির ছেলে আজিজুল ইসলাম (২২) এবং পটুয়াখালীর কলাপাড়া থানার চারিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আদনান ওরফে আদু (২৩)।
এ সময় তাদের কাছ থেকে ২টি বড় ছোরা, ২টি রামদা ও ১টি ছোট ছুরিসহ ডাকাতি কাজে ব্যবহারের জিনিস উদ্ধার করা হয়।
অভিযানের সময় পালিয়ে গেছেন ৩ ডাকাত। তারা হলেন— সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির মৃত গিয়াস উদ্দিন গেসুর ছেলে ডাকাত সর্দার সাহেব আলী (৪২), একই এলাকার জব্বার মুন্সির মেয়ের জামাই রনি (৩০) ও ঝালমুড়ি বিক্রেতা নজরুলের ছেলে নূর নবী (৩০)।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত চক্রের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। পলাতক ৩ জনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।