জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন শাহরিয়ার প্রত্যয় আর ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন শুভ্রা আলি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
এর আগে গত রোববার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ফল দেখতে পারবেন।
এবার ‘সি’ ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হওয়া শাহরিয়ার প্রত্যয় মোট ৮৭ দশমিক ৯১ নম্বর পেয়েছেন। ছাত্রীদের মধ্যে প্রথম হয়ে শুভ্রা আলি পেয়েছেন মোট ৮৪ নম্বর।
প্রসঙ্গত, ‘সি’ ইউনিটের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের পৃথকভাবে ১৯৪টি করে মোট ৩৮৮টি আসনের বিপরীতে ১৮ হাজার ৬৬ জন ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ জন ছাত্রীসহ মোট আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৮৪৫টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে ৯৩ জন ছাত্র এবং ১১২ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।