গাইবান্ধায় দুপুর গড়িয়ে গেলেও দেখা মিলছে না সূর্যের। কুয়াশার মাত্রা কম থাকলেও গেল দুদিন ধরে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এরই মধ্যে চলতি মাসে এ জেলায় আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা না মেলায় বিপাকে পড়েছেন নদীর চরাঞ্চলের মানুষ।
আরও পড়ুন: আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে
রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, তাপমাত্রা আরও দুই-একদিন এমন থাকবে। এর পর একটু উন্নতির সম্ভাবনা রয়েছে। এ মাসে আরও একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এ ছাড়া গাইবান্ধায় ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। একই সঙ্গে দেখা গেছে কালো মেঘের ঘনঘটা। বুধবার রাত থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এদিন সকাল সাড়ে ৮টা থেকে জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।
এদিকে গত দুদিন ধরে জেলায় সূর্যের দেখা মেলেনি। শীতও অনুভূত হচ্ছে। এতে ফসলসহ আম ও লিচুর মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।