গত বছরের ২৮ অক্টোবর থেকে বিভিন্ন সময়ে গাজীপুর মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো মনিটরিং করছে মহানগর বিএনপি। সেই সঙ্গে ওই সময়ে মহানগরীর বিভিন্ন থানায় ৪১টি মামলা করা হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে।
এতে ২২৯ জন নেতাকর্মী গ্রেফতার হয়ে কারাবরণ করেন। কারাগারে যাওয়া এসব নেতাকর্মীর পরিবারকে সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি।
শনিবার দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি নেতা আহমদ আলী রুশদী, ড. শহিদুজ্জামান, সুরুজ আহমেদ, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, তানভীর সিরাজ, মনিরুল ইসলাম মনির, ইদ্রিস আলী, আসাদুজ্জামান নূর, গাজী সালাহ উদ্দিন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, কৃষকদলের মো. আতাউর রহমান, ছাত্রদলের রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন।