বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশাল।
বরিশাল এনিয়ে চতুর্থবার ফাইনালে খেলছে। অতীতে দুইবার কুমিল্লার বিপক্ষে ফাইনালে খেলে শিরোপা হাতছাড়া করে। এবার সেই আক্ষেপ ঘুচাতে চান তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।
অন্যদিকে বিপিএলের চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবার রেকর্ড পঞ্চম এবং টানা তৃতীয় শিরোপার দুয়ারে। আজ শিরোপা জিতলেই এই দুটি রেকর্ড গড়বে কুমিল্লা।
বিপিএলের গত ৯ আসরে কুমিল্লা বাদে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স আর ডাইনামাইটস, রংপুর রাইডার্স, ও রাজশাহী কিংস। এদের মধ্যে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আছে কেবল ঢাকারই। তবে তারা টানা তিন শিরোপা জিততে পারেনি কোনো দল।
কুমিল্লা ২০২২ সালে তাদের তৃতীয় শিরোপাটা জিতেছিল, গেল বছর চতুর্থটা। আজ ফাইনালে শেষ হাসিটা লিটন দাস হাসলে রেকর্ডটা গড়া হয়ে যাবে ফ্র্যাঞ্চাইজিটির। প্রথম দল হিসেবে টানা তিন বিপিএল জেতার কীর্তি গড়ে ফেলবেন মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা।