এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ আজ বিকাল ৪ ঘটিকার সময় উত্তরা বঙ্গবন্ধু চত্বরে ১০ টাকা সবজি বাজার বিতরণ কর্মসূচি চালু করে। যা ইতিপূর্বে তারা বহুবার করেছে।
এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ এর উদ্যোগে ১০ টাকার সবজি বাজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দয়াল কুমার বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহমুদূর রহমান বাবর, যুগ্ম সম্পাদক, দৈনিক সংবাদ দিগন্ত ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মোক্তার হোসেন সামির, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ
বিনামুল্যে বা ভিক্ষাতে নয় ১০ টাকায় করবো বাজার সাচ্ছন্দ্যে খাব মোরা এ স্লোগানকে সামনে রেখে এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ ১৫০ টি পরিবারের জন্য ০৫ কেজি পরিমান বিভিন্ন ধরনের শীতকালীন সব্জী (ফুলকপি, শালগম, মুলা, লালশাক, বেগুন, লেবু) আয়োজন করেন।
উক্ত আয়োজনে বাজার করতে অংশগ্রহনকারী সকলেই অনেক আনন্দের সহিত বাজার করেন এবং তারা বলেন এ ধরনের কার্যক্রম করলে দেশে ভিক্ষাবৃত্তি বন্ধ হবে।
এ আয়োজন করতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ মোক্তার হোসেন সামির বলেন, আমরা ২০০৮ সাল থেকে হাটি হাটি পা পা করে ২০২৩ সাল প্রায় শেষ। এই বিজয়ের মাসে ১০ টাকায় সবজি বাজার সহ বিভিন্ন কার্যক্রম আমরা করছি এবং আর করবো ইনশাআল্লাহ। প্রতি মাসে আমরা ১০ টাকায় সবজি বাজারের আয়োজন করবো। সংগঠন, সংগঠনের সাথে জড়িত সকলের প্রতি সালাম, সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।