নিজস্ব প্রতিবেদক : গত ৬ই মার্চ রাজধানী উত্তরায় অবস্থিত উত্তরা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সকল সদস্যদের কে নিয়ে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবানীর আয়োজন করা হয়।
উত্তরা প্রেসক্লাব নিয়মিতভাবেই মূল ধারার গণমাধ্যম সংবাদ কর্মীদের একটি ভরসা,আস্থা ও বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছে।যার ফলশ্রুতিতে মূল ধারার সকল সাংবাদিকবৃন্দ এবং উত্তরা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে উপস্থিত হয় ক্লাব প্রাঙ্গনে।সবার অংশগ্রহণ এ আয়োজন টি পরিণত হয় সংবাদ কর্মীদের মিলনমেলায়।বিভিন্ন সদস্যদের আমন্ত্রণে এসেছে অনেক অতিথি। অনেক সদস্য আবার সপরিবারে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।
উত্তরা প্রেসক্লাবের মেজবানি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে উপস্থিত ছিলেন সভাপতি বদরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জ্যেষ্ঠ সহ-সভাপতি এম এ আজাদ, সহ-সভাপতি শুভ ও অন্যান্য নেতৃবৃন্দ।