গাজায় ইসরাইলের ৫৭ বছরের দখলদারিত্ব নিয়ে ছয় দিনের শুনানি শেষ করেছে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। ১৯ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের দ্য হেগে এ শুনানি শুরু হয়। ১৫ বিচারপতি, ৫১ দেশ এবং ৩টি আন্তর্জাতিক সংস্থার যুক্তি উপস্থাপনের মাধ্যমে অবশেষে সোমবার এ শুননি শেষ হয়।
শুনানির রায় দিতে আদালতের কয়েক মাস সময় লাগতে পারে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কয়েক দশক ধরে দখলদারিত্বের বৈধতা নিয়ে যুক্তির চূড়ান্ত দিনের শুনানি ইসরাইলের ওপর চাপ বাড়িয়েছে। বিশিষ্ট আইনজীবীদের একটি দলসহ প্রতিনিধিরা বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের অধিকারের অপব্যবহার করেছে।
শুনানির শেষ দিনে তুরস্ক, স্পেন, আফ্রিকান ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের প্রতিনিধিরা ইসরাইলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছেন।
শুনানির দ্বিতীয় দিন আদালতটিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেছিল বাংলাদেশ।