দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অংশে ইউক্রেনের হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি করেছে রাশিয়া। আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার ইউক্রেন বাহিনীর শেল হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্কের রুশ নিয়ন্ত্রিত এলাকার কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সেখানে ইউক্রেনের গোলাবর্ষণে দুইজন নিহত এবং নয়জন আহত হয়েছে।
খেরসন অঞ্চলের এক রুশ কর্মকর্তা বলেছেন, তার এলাকার একটি গাড়িতে ড্রোন হামলায় নিহত হয়েছে দুইজন। এক পথচারীকে লক্ষ্য করে অপর আরেকটি ড্রোন হামলা চালানো হলেও, সে পালিয়ে রক্ষা পেয়েছে।
তিনি বলেন, অপর আরেকটি হামলায় মোবাইল যোগাযোগ পুনরুদ্ধারের জন্য কাজ করা মেরামতকারী ক্রুর দুই সদস্য নিহত হয়েছে। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।