হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাইসিন নিসা। কিন্তু তার মৃত্যু আত্মহত্যা বলে প্রচার করা হয়।
সোমবার রাত দেড়টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতে ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ফেসবুক গ্রুপে তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা জানানো হলেও পারিবারিক সূত্রে বেরিয়ে আসে আসল ঘটনা। তাইসিন নিসা গোপালগঞ্জ সদরের পুকুরিয়া গ্রামের ওয়াহিদুজ্জামানের মেয়ে।
এই সূত্রে জানা যায়, হৃদযন্ত্রে কার্ডিয়াক এরেস্ট হওয়ায় রাতে নিসার শরীরে রক্ত সরবরাহ ব্যাহত হয়। পরে গোপালগঞ্জ থেকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিজ বিভাগ সূত্রে জানা যায়, নিসা অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। নিজের ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন ছিলেন। তবে এসব নিয়ে প্রায়ই তিনি হতাশায় ভুগতেন।