শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
রোববার বেলা ১টা ১৫ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন তিনি। আদালতে প্রবেশের আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।
এর আগে এদিন সকালে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আস-সামছ জগলুল হোসেনের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।