নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। এর হুকুম দাতাদের ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশ সকল ধর্মের মানুষের। অসাম্প্রদায়িক সমাজ গঠনে সরকার কাজ করে যাচ্ছে।
সকালে গণভবনে বড় দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মের মানুষের সংগে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
ধমর্-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সে লক্ষ্য নিয়েই তার সরকার দেশ গড়ার কাজ করছে।
সরকার প্রধান বলেন, সংঘাত নয় শান্তি চায় সবাই, বাংলাদেশের মাটি সবার জন্য, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে উন্নত জীবন গড়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।